• ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:১০:৩৬ (26-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ রাত ০১:১০:৩৬ (26-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৫৩

ফটিকছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এর প্রতিপাদ্যকে সামনে রেখে জনবান্ধব ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাতেও তিন দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।

২৫ মে রোববার উপজেলার ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ১০টায় মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা ভূমি কার্যালয় সম্মুখে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি সংক্রান্ত সেবাসমূহ সাধারণ মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। মেলায় আসা নাগরিকরা খুব সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ প্রয়োজনীয় নানা সেবা গ্রহণ করতে পারবেন। এতে জনগণের হয়রানি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি তাদের আস্থা বাড়বে।

তিনি আরও বলেন, তিন দিনব্যাপী ভূমি মেলায় উপজেলার সকল নাগরিকবৃন্দ তাদের ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানসহ ভূমি কর, মিউটেশন, নামজারি ইত্যাদি সেবা গ্রহণ করতে পারবেন। এতে ভূমি অফিসের সাথে জনগণের দূরত্ব দূর হবে এবং সেবা প্রত্যাশীরা সহজে কোনো ধরনের হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন।

এ সময় উপজেলা ভূমি অফিসের কানুনগো মৃদুল শশী চাকমা, সার্ভেয়ার মো. মাসুম বিল্লাহ, নাজির মো. আলী হায়দার, অন্যান্য অফিস সহকারী ও কর্মচারীগণসহ ইউনিয়ন ভূমি অফিস হতে আগত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা, ইউনিয়ন ভূমি অফিসের অন্যান্য কর্মচারী এবং সেবা প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফটিকছড়িতে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু
২৫ মে ২০২৫ সন্ধ্যা ০৭:৫৩:৫৩