ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে সীমানা বিরোধের ঘটনাকে সংখ্যালঘুর উপর নির্যাতন বলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
৭ মে সন্ধ্যায় ফটিকছড়ি সদরের একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন, স্বপন চক্রবর্তী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, 'আমি স্বপন চক্রবর্তী ও গৌরী সংকর চক্রবর্তীর পরিবার আজ সকালে আমাদের পাশের জমির মালিক আহমদ উল্লাহ নয়ন নির্মাণ শ্রমিক দিয়ে আমাদের নির্দিষ্ট জায়গায় ঘেরা বেড়া দিতে গেলে প্রতিপক্ষ সুপ্তি রানী পাল, রিপন পাল, সুভ পাল, জয় চক্রবর্তী ও ২০/৩০ জন সন্ত্রাসীর লোকসহ লাটি সোটা নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।
এতে আমিসহ আরো ৫/৬জন গুরুতর আহত হয়। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় ভূমিকেকো লোভী প্রতিপক্ষ এ ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আজকের ঘটনা কোন রকম সাম্প্রদায়িক ঘটনা নয়। তারা এ ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করতে সংখ্যালঘু বলে জমি ও বসত ভিটা দখল করতে চাইছে।
এছাড়াও আদালতে মামলার যে বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাদের ক্রয়কৃত জায়গার উপর কোন আদালতের বিচারাধীন মামলা নেই। অন্য জায়গার বিচারাধীন মামলাকে এই ঘটনার সাথে সম্পৃক্ত করে তারা মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও তারা সরকারি একটি সিটের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে।
এ সময় তিনি আরো বলেন, 'এসিল্যান্ড মহোদয় সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে সরকারি সিটের রাস্তাটি লাল পতাকা দিয়ে নির্দিষ্ট করে দিলেও তারা সেই রাস্তা ছাড়তে চাচ্ছেনা। তারা পৌরসভার আদালত এর রায় মানে না এসিল্যান্ড এর সিদ্ধান্ত মানে না। উপজেলা নির্বাহী কর্মর্কতার সিদ্ধান্ত মানে না। এই খারাপ লোকদের সংঘবদ্ধ নির্যাতনের কারণে অনেক ভালো হিন্দু ভদ্র পরিবার এই বাড়ি ত্যাগ করে পালিয়ে গেছে।'
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গৌরী শংকর চক্রবর্তী, লাকি চক্রবর্তী, দোলা ভট্টাচার্য, অমি চক্রবর্তী ও অমিত চক্রবর্তী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available