• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১১:৩৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:১১:৩৬ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে প্রবাসীর জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

২৯ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩৬:৫১

ফটিকছড়িতে প্রবাসীর জায়গা দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে হাফেজ মোহাম্মদ দিদারুল আলম নামে এক প্রবাসীর জায়গা রাতের আঁধারে জবরদখলের অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে ২৭ নভেম্বর পূর্বভূজপুর আমতলি রই পাড়ার ফয়জুল্লাহ কুসুম ও সাব্বির আহমদসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ওই প্রবাসী।

২৮ নভেম্বর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জবরদখলের অভিযোগ করেন প্রবাসী হাফেজ মোহাম্মদ দিদারুল আলম।

দিদারুল আলম বলেন, ‘আমি একজন প্রবাসী। বিগত ২০০৬-২০১০ সালে ২টি পৃথক রেজিস্ট্রি কবলা মূলে ১৮ শতক জায়গা কিনে শান্তিপূর্ণভাবে ভোগ-দখলে করে আসছি। ফয়জুল্লাহ কুসুম আমার জায়গার সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করলে আমি আদালতে মামলা করি। আদালত শাস্তি-শৃংখলা বজায় রাখার জন্য স্থানীয় ভূজপুর থানা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। উক্ত বিরোধের বিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্তপূর্বক স্কেচ ম্যাপসহ তদন্ত দাখিলের নির্দেশ প্রদান করেন।’

তিনি বলেন, ‘উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফটিকছড়ির নির্দেশক্রমে উভয় পক্ষের নিয়োগকৃত সার্ভেয়ার দ্বারা বর্ণিত সম্পত্তি সরেজমিনে তদন্তপূর্বক পরিমাপ পরিচিহ্নিত করেন। রেকর্ডপত্র যাচাইক্রমে স্কেচ ম্যাপসহ ছক অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করেন।’

তিনি আরও বলেন, ‘আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীগণ গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ১২টার সময় তাদের অজ্ঞাতনামা ১০-১৫ জন লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক গৃহ নির্মাণ করে ফেলে। আমি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ফয়জুল্লাহ কুসুম আমাদেরকে গালিগালাজ করে এবং মারধর করার চেষ্টা করে। তাদের মারমুখী অবস্থান দেখে আমি ও ২নং সাক্ষী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬