• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১১:৫৬:৫৬ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১১:৫৬:৫৬ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা

১২ মে ২০২৫ রাত ০৮:৩৯:২৪

ফটিকছড়িতে কৃষি জমির টপসয়েল কাটায় যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ানহাট ইউনিয়নে কৃষি জমির টপসয়েল কাটায় এমরান নামে এক যুবককে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১০ মে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিস কার্যালয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.নজরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করেন।

এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরালিয়া এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার খবর পেয়ে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত স্কেভেটর জব্দ করা হয়। এ সময় কাউকে পাওয়া না গেলে স্কেভেটরটি স্থানীয় মেম্বারের জিম্মায় দেয়া হয়। পরবর্তীতে মাটি কাটার বিষয়টি স্বীকার করায় স্কেভেটর মালিক এমরানকে মাটি ও বালি ব্যবস্থাপনা আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আর মাটি কাটবে না মর্মে তার থেকে মোছলেখা নেয়া হয়

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম জানান, যারা অবৈধ বালু ও মাটি ব্যবসার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ