স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে যুথী খাতুন (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
১৪ মে বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার কয়া ইউনয়িনরে কয়া শেখেপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহত গৃহবধূ ওই এলাকার রাজমিস্ত্রি সোহলে রানার (২৫) স্ত্রীর
তবে নিহতের স্বজনদের অভিযোগ, সোহলে একজন নেশাগ্রস্ত ছেলে। নিয়মিত যৌতুকরে টাকার জন্য যুথীকে মারধর করত। এ নিয়ে এলাকায় জন প্রতিনিধিরা একাধিকবার সালশি করেছেন। একর্পযায়ে নির্যাতন সইতে না পরে যুথী তার দুই সন্তান ইয়ামনি (৬) ও ইয়াসমনিকে (৩) নিয়ে বাবার বাড়ি চলে যায়। মাসখানেক আগে স্বামীর বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে নারী নির্যাতনের মামলা করে । বিচারাধীন থাকা অবস্থায় দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে বিজ্ঞ বিচারক অন্তত একমাসের জন্য সম্প্রতি যুথীকে স্বামীর সঙ্গে মিলেমিশে থাকার পরামর্শ দেন।
এরপর গত ৩০ এপ্রিল আদালত থেকে দুই সন্তান নিয়ে স্বামীসহ শ্বশুর বাড়িতে আসনে। আসার পর থেকে ফিরে যৌতুকের টাকার জন্য মারধর শুরু করে। ১৩ মে মঙ্গলবার রাতে ফের মারধর করে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে আত্মহত্যার নাটক সাজিয়ে পালিয়েছে ঘাতক স্বামী ও শাশুড়ি আলফো খাতুন। দ্রুত অপরাধীদরে আইনকে আওতায় আনার দাবি জানান তারা।
ঘটনাস্থলে নিহত যুথীর স্বামী, শাশুড়ি ও বড় ছেলেকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোট হাতে পেলে প্রকৃত ঘটনা পরে জানানো যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available