কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় অভিযান পরিচালনা করে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ মে মঙ্গলবার দুপুরে জেলা শহরে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
এসময় লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা করায় পিওর ডায়াগনস্টিককে ৩০ হাজার ও অনিয়ম-প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ডলফিন ডায়াগনস্টিক সেন্টারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।
এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, ‘অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযোগ থাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available