• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৫৯:৪২ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

৫ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৮:৪৫

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে মোবাইল কোর্টে জরিমানা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রীদের কাছ থেকে জামান এন্টারপ্রাইজ বাস কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া নেওয়ায় মোবাইল কোর্ট পারিচালিত হয়েছে।

৫ এপ্রিল শুক্রবার দুপুরে পৌরবাস টার্মিনালে জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টারের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

জানা যায়, জামান এন্টারপ্রাইজের কুমারখালীতে দায়িত্বরত কাউন্টার মাস্টার ঢাকার ভাড়া ১ হাজার টাকার স্থলে ১২০০ টাকা নেওয়ায় যাত্রীরা টিকিটের উপর ১২০০ টাকা লিখতে বলে। কিন্তু তারা প্রতিটা টিকিটে ২০০ টাকা ঈদ বকশিস দাবি করে জোরপূর্বক আদায় করে।

এ ঘটনা উপজেলা প্রশাসনকে অবহিত করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মো. আমিরুল আরাফাত মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় জামান এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ