নবীনগরে মেঘনা নদী থেকে গাঁজাসহ আটক ২
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নবীনগর থানা পুলিশ।১২ মে সোমবার রাত ১১টার দিকে উপজেলার ধড়াভাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।নবীনগর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ভৈরবগামী একটি সন্দেহভাজন নৌকায় তল্লাশি চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনের অভিযোগে মো. ইউনুস মিয়া (৩৬) ও মো. রাসেল মিয়া (২১) নামের দুইজনকে আটক করা হয়।তারা দু’জনই ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শান্তিপুর গ্রামের বাসিন্দা।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।’