• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৯:৪২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৯:৪২ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন পলাশের ইউএনও

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: বৈশাখ মাসে চলছে সারাদেশে প্রচণ্ড তাপদাহ ও তীব্র গরম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদ ও গরমের তীব্রতা। প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহির হচ্ছে না সাধারণ মানুষ। ঠিক সেই সময়ে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ।২৬ এপ্রিল শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার পলাশ বাস স্ট্যান্ড মোড়, উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রায় ৪ শতাধিক শ্রমিক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে ধন্যবাদসহ কৃতজ্ঞতা জানিয়ে রিকশা চালক রেদোয়ান বলেন, প্রচণ্ড তাপ ও তীব্র গরমের কারণে ঘর থেকে মানুষ বিনা প্রয়োজনে বাহির হচ্ছে না। পেট তো আর এসব বোঝে না। তাই রিকশা নিয়ে রাস্তায় বাহির হয়েছি। সকাল থেকে যাত্রীও তেমন পাচ্ছি না। পলাশ বাস স্ট্যান্ড মোড়ে বসে আছি, এমন সময় হঠাৎ আমার হাতে পানির গ্লাস ও খাবার স্যালাইন তুলে দিলেন ইউএনও স্যার। আমি খুব খুশি। আমি ইউএনও স্যারের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, তীব্র গরম ও প্রচণ্ড তাপদাহে পুড়ছে সারাদেশ। এ সময় সবচেয়ে কষ্টে থাকে রিকশা, ভ্যান, ইজিবাইকচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ। তাই আমার ব্যক্তিগত উদ্যোগে অল্প পরিসরে হলেও বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করেছি। এটি পলাশ উপজেলার সব কয়টা ইউনিয়নসহ বিভিন্ন মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন ব্যবস্থা করা হবে।