• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৬:৩২ (13-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৬:৩২ (13-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

১৩ মে ২০২৫ সকাল ০৮:২৬:১৮

সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর কবলে ব্যবসায়ী

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. হারুন অর রশিদ (৩২) নামে এক পরিবহন ব্যবসায়ী ছিনতাইকারীর কবলে পরেছেন। এসময় ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

১১ মে রোববার দিবাগত রাত ভোর সাড়ে ৪টায় সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড পারিজাত মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

ছিনতাইর শিকার ব্যবসায়ী হারুন অর রশিদ সোনারগাঁয়ের কাঁচপুর গোপালপাড়া এলাকার মো. আবু বক্করের ছেলে।

এ ঘটনায় ভুক্তভোগী হারুন অর রশিদ বাদী হয়ে মো. আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার (৪৪) নামে একজনকে এজাহারনামীয়সহ আরও অজ্ঞাত ২ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে টোকাই আনোয়ার আড়াইহাজার থানার দয়াকান্দা এলাকার মো. আ. ছামাদের ছেলে।

অভিযোগে হারুন অর রশিদ উল্লেখ করেন, গত রোববার ভোর সাড়ে ৪টার দিকে ব্যবসায়িক কাজ-কর্ম শেষে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড স্ট্যান্ড থেকে কাঁচপুরের বাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সাইনবোর্ডের পারিজাত মার্কেট সংলগ্ন ইমরানের বাউল ক্লাবের সামনে পৌঁছামাত্র বিবাদীরা পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আমার পথের গতিরোধ করে, আমার নিকট থাকা সকল কিছু তাদেরকে দিয়ে দিতে বলে। এসময় বিবাদীরা আমার নিকট থাকা পরিবহনের ভাড়া বাবদ পাওয়া নগদ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি-ধামকি প্রদান করে চলে যায়। তারা নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভবঘুরেভাবে ঘোরাফেরা করিয়া বিভিন্ন অপরাধ সংঘটন করে থাকে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতঃপূর্বে ছিনতাইকারী আনোয়ার ওরফে টোকাই আনোয়ারের বিরুদ্ধে মোবাইল, নগদ অর্থ ছিনতাই ও মোটরসাইকেল চুরিসহ নানাবিধ অপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুর আলম জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ