• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:২৯:২৭ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ০৮:২৯:২৭ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালক ও আরোহীর

১২ মে ২০২৫ বিকাল ০৩:৩৭:০৮

বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালক ও আরোহীর

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির ঢাকাগামী যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক ও আরোহী মারা গেছে।

১১ মে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কবির মাহমুদ গ্রামের নিবারণ চন্দ্রের ছেলে সঞ্জয় চন্দ্র (২৭) ও একই উপজেলার মাষ্টারপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে কুড়িগ্রামের ফুলবাড়ির বাসিন্দা মোটরসাইকেল চালক ও আরোহী রংপুর শহরে ব্যবসায়ী কাজ শেষে বাড়ি ফিরছিলেন। লালমনিরহাট থেকে ঢাকাগামী শাহ আলী পরিবহনের বাসের চালক রাত সোয়া ১টার দিকে উপজেলার মীরবাগ বিজলেরঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে ওভারটেক করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় মোটরসাইকেল চালক। মোটরসাইকেলের আরোহী বাসের নিচে আটকা পরে তাকে কিছুদূর টেনে হিঁচড়ে নিয়ে যায় বাসটি। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। সেখানে বাসের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী মারা যায়।

স্থানীয় বেশ কয়েকজন জানান, রাতে বৃষ্টি হচ্ছিল এবং সড়কে যানবাহন কম ছিল। বাসটি বেপরোয়া গতিতে আসার কারণে দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের। তবে বাসটি খাদে পড়ে গেলেও অল্পের জন্য অনেক যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীদের সহযোগিতায় থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক ও আরোহীর মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। সোমবার সকালে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।  এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ