• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৩:৩১ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১০:৫৩:৩১ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রংপুরের উন্নয়নে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে ব্লকেড

১২ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৯:৩২

রংপুরের উন্নয়নে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে ব্লকেড

রংপুর ব্যুরো : রংপুরে চীনের হাসপাতাল এবং এয়ারপোর্ট নির্মাণসহ ১৮ দফা দাবিতে মডার্ন মোড়ে ব্লোকেড করেছে  ছাত্র জনতা । এসময় প্রায় দেড় ঘন্টা রংপুরের সাথে ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে।

১২ মে সোমবার রংপুর সম্মিলিত ছাত্র-জনতার প্ল্যাটফর্ম-এর উদ্যোগে বেলা ৩ টায় মডার্ন মোড় ব্লকেড করে তারা। এসময় রংপুরের সাথে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে ছয়লেনসহ মহানড়কগুলোতে শতশত যানবাহন আটকা পড়ে যায়। বিকেল সাড়ে চারটায় ব্লকেড তুলে নেয় তারা। ব্লকেডের কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককে বাস থেকে নেমে হেঁটে ভিন্নপথে যেতে দেখা গেছে।

ব্লকেডের সময় বক্তব্য রাখেন, সম্মিলিত ছাত্র-জনতার প্ল্যাটফর্মের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিয়াম আহসান আয়ান, সহ-সাংগঠনিক সম্পাদক, হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সুমন, দপ্তর সম্পাদক, আবু হোসেন চঞ্চল প্রমুখ।

বক্তারা বলেন, সব আন্দোলন সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করলেও রংপুর সুষম উন্নয়ন বঞ্চিত। আগামী বাজেটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, রংপুরে বিভাগীয় স্টেডিয়াম, শিক্ষা বোর্ড, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কুষি বিশ্ববিদ্যালয়, ভেটেরেনারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ইপিজেডসহ ১৮ দফা বাস্তবায়নের বরাদ্দ করতে হবে। না দিলে রংপুর থেকে সকল ধরনের খাদ্য পণ্য সরবরাহ ও ট্যাক্স দেয়া বন্ধ করে দিতে বাধ্য হবে জনগণ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ