• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১০:২৫:১১ (12-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩২ রাত ১০:২৫:১১ (12-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল শ্রমিকের

১২ মে ২০২৫ সন্ধ্যা ০৬:৫৭:০৭

জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল শ্রমিকের

সিলেট ব্যুরো: সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে পানির নিচে পাথরে আটকা পড়ে প্রাণ হারাণ এক শ্রমিক।

১২ মে সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পিয়াইন নদীতে এই ঘটনা ঘটে।

নিহতব্যক্তি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রহমত উল্লাহের ছেলে রজব আলী (৪০)।

জানা যায়, গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে সোমবার (১২ মে) ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রজব আলী। পাথর উত্তোলন করতে নৌকা থেকে বারবার পানিতে ডুব দিচ্ছিলেন। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তিনি আর উপরে উঠেন নি। দীর্ঘক্ষণ উপরে না উঠার কারণে সাথে থাকা লোকজন খোঁজাখুজি করে থাকে না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- জাফলংয়ে সোমবার ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে রজব আলীর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। উপর মহলের নির্দেশনা পেলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ