পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার গুয়াবাড়ী থেকে সিপাইপাড়া হাজিপাড়া পর্যন্ত সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
২৯ এপ্রিল মঙ্গলবার এই অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলার দুদকের সহকারি পরিচালক ইমরান হোসেন। পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তেঁতুলিয়া কার্যালয়ে গিয়ে সড়কটির কাজের অগ্রগতি ও নথি যাচাই বাছাই করে দুদকের কর্মকর্তারা।
ইমরান হোসেন বলেন, অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করা হয়েছে। সংগৃহীত নমুনা ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী ইদ্রিস আলী খান বলেন, সড়কটি থেকে নেয়া নির্মাণ সামগ্রীর নমুনা ল্যাবে টেস্ট হবে। নির্মাণ সামগ্রীর মান খুবই ভালো। খারাপ হওয়ার কোনও সুযোগও নেই।
এর আগে, গত ১৯ এপ্রিল সড়ক নির্মাণে বালির পরিবর্তে মাটিযুক্ত বালি দিয়ে কাজ করা হচ্ছে এমন খবরে সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয় ঠিকাদারের লোকজন। পরে সড়কটির নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়।
উপজেলা প্রকৌশল সূত্রে জানা গেছে, এলজিইডির উদ্যোগে তিরনইহাট ইউনিয়নের গুয়াবাড়ী থেকে বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া পর্যন্ত ৬ হাজার ২১০ মিটার ইউনি ব্লক সড়ক নির্মাণে চুক্তিমূল্য ১১ কোটি ৯৮লাখ ৭৫ হাজার ১৯২ টাকা ব্যয় ধরা হয়েছে। ঝিনাইদহ জেলা শহরের মো. মিজানুর রহমানের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়।
আরও জানা গেছে, দরপত্রে নির্বাচিত ঠিকাদারের কাছ থেকে নিয়েছেন ঠাকুরগাঁওয়ের তানিয়া কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুস সামাদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available