• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৭:৩৯ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৫৭:৩৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রহস্যজনক চুরি

১৫ আগস্ট ২০২৩ সকাল ১১:৩৯:৩২

ফুলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রহস্যজনক চুরি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে।

১৪ আগস্ট সোমবার দুপুরে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ রজব আলী, উপজেলা আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ‌সোমবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধাগণ ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রোগ্রাম করার জন্য প্রস্তুতিমূলক বৈঠক করতে আসেন। এ সময় ফ্যানের সুইচ দিলে ফ্যান না চলায় বিদ্যুৎ লাইনের মেইন সুইস দেখতে গেলে তারা বুঝতে পারেন যে, ভবনের বিদ্যুৎ লাইনের সংযোগ ক্যাবলসহ মেইন সুইসের যন্ত্রাংশ খোয়া গেছে।

পরবর্তীতে তারা আবার ভবনের ছা‌দের করিডোরে রাখা আইপিএসের খোঁজ নিতে গেলে দেখতে পান যে, সেখানে রাখা আইপিএস ও আইপিএসের ব্যাটারির কোনটিই নাই। ছা‌দের দরজা খোলা। ছাদে গিয়ে তারা আরও দেখতে পান, আইপিএসের যন্ত্রাংশ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আইপিএসের ব্যাটারির ভিতরের ধাতব প্লেটগুলো চুরি করে নি‌য়ে গেছে, ফেলে গেছে ব্যাটারির বাকি অংশ।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হবিবর রহমান জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরির ঘটনায় আমরা খুবই হতভম্ব হয়েছি। ভবনের মেইন গেটে তালা লাগানো থাকলেও চোর কীভাবে ভিতরে প্রবেশ করে এভাবে চু‌রি ক‌রে‌ছে, এটি আমাদের বোধগম্য নয়। এটি একটি রহস্যজনক চুরির ঘটনা।

চুরির বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান জানান, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে চুরির ঘটনাটি জানতে পেরেছি, সেখানে আইপিএস, আইপিএসের ব্যাটারি এবং বিদ্যুতের ক্যাবল চুরি হয়েছে, এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সচেতন মহল বলছেন, ২০১৯ সালের ১৬ ডি‌সেম্বর সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া ফুলছড়ি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি উদ্বোধন করলেও তখন থেকে ভবনটিতে নিরাপত্তার জন্য সরকারিভাবে কোনো নিরাপত্তা প্রহরীর ব্যবস্থা না করায় আজ এই রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ