• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৬:৪৮ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:০৬:৪৮ (09-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

বোনারপাড়া তিস্তামুখ পর্যন্ত রেল চালুর দাবিতে মানববন্ধন

১১ আগস্ট ২০২৩ সকাল ১১:৩১:৫৭

বোনারপাড়া তিস্তামুখ পর্যন্ত রেল চালুর দাবিতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে সাঘাটা উপজেলার বোনারপাড়া তিস্তামুখ পর্যন্ত পরিত্যক্ত রেললাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার সাঘাটা উপজেলার উল্লাবাজার রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন’ নামক ব্যানারে এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশগ্রহণ করে।

এ সময় বক্তারা বলেন, তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেল সেতু অথবা টানেল নির্মাণ উত্তরাঞ্চল মানুষের প্রাণের দাবি। এখানে সড়কসহ রেল সেতু অথবা টানেল নির্মিত হলে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের আট জেলার মানুষের যোগাযোগ সহজ হবে। এতে উত্তারাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।

বক্তারা সেইসঙ্গে বোনারপাড়া থেকে তিস্তামুখ ও বালাসী ঘাট পর্যন্ত পরিত্যক্ত রেল লাইন সংস্কারসহ পুনরায় রেল যোগাযোগ চালু করার জন্য জোর দাবি জানান।

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন ভরতখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন মন্ডল, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা সাহাদত হোসেন মন্ডল, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সভাপতি হাসান মেহেদী বিদ্যুৎ, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা সরদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার মৃণাল, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর, শফিউল আলম খোকন, সমাজ সেবক নুরুন্নবী সরকার প্রমুখ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ