• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৪২:৪৩ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০২:৪২:৪৩ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নাগেশ্বরীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১ এপ্রিল ২০২৩ দুপুর ০২:৩৩:১৩

নাগেশ্বরীতে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাফিজুর রহমান হৃদয়, (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় এক প্রবাসী নারী শ্রমিকের বসত ভিটা এলাকার চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী কর্তৃক জবর দখল করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী প্রবাসী নারী লাভলী বেগম।

৩১ মার্চ শুক্রবার সকাল ১০টায় কচাকাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী প্রবাসী নারী শ্রমিক লাভলী বেগম।

তিনি জানান, বাড়ি করার জন্য কয়েক বছর আগে কচাকাটা বাজারের শিবেরহাটে ৯ শতক জমি ক্রয় করেন। চারমাস আগে তিনি মরিসাসে চলে গেলে এলাকার চিহ্নিত  ভূমিদস্যু ও সন্ত্রাসী বাবু মিয়া, জাহাঙ্গীর আলম, সাবু মিয়া, দুলু মিয়ার গংরা জমিটি জবর দখল করে। কয়েকদিন হয় সেখানে তারা বাড়ি নির্মাণের চেষ্টা করছে। এ সংবাদে সে মরিসাস থেকে ফিরে এসে ২৬ মার্চ কচাকাটা থানায় অভিযোগ দিলেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।

তিনি আরও জানান,ইতোমধ্যে তারা একটি ঘর তুলেছে জমিতে। বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি দেয়। এখন দুই নাবালক সন্তান, স্বামী এবং বৃদ্ধা মাকে নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। কয়েক বছর সৌদিতে শ্রমদিয়ে অর্জিত টাকায় স্থায়ী বসবাসের জন্য ওই জমিটুকু কিনেছিলেন।  ক্রয় করা জমিতে দুই বছর ছিলেন তিনি। পরবর্তিতে চারমাস আগে মরিসাসে যান। এই সুযোগে জমিটি দখল করে নেয় বাবু মিয়ার গংরা। এর প্রতিকার চান তিনি।

সংবাদ সম্মেলনে লাভলী বেগমের স্বামী তারা মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩