• ঢাকা
  • |
  • শনিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩০:৪৩ (24-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:৩০:৪৩ (24-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাস্তায় ছাত্রীকে উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবক আটক

২৪ মে ২০২৫ সকাল ০৯:৪১:৪৪

রাস্তায় ছাত্রীকে উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।

২৩ মে শুক্রবার দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১২টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুই ছাত্রী। এমন সময় অভিযুক্ত ওই যুবক ও তার কয়েকজন বন্ধু এক ছাত্রীর শরীরে হাত দিয়ে স্পর্শ করে, উত্ত্যক্ত করে।

এসময় ওই ছাত্রী প্রতিবাদ করলে পালিয়ে যায় তারা। উত্ত্যক্ত করার ভিডিওটি পাশের একটি দোকানে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় ওই যুবককে আটক করে পুলিশ।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, 'এ ব্যাপারে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।'

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








জার্মানিতে সন্ত্রাসী হামলায় আহত ১৭
২৪ মে ২০২৫ দুপুর ১২:৫৭:২২