• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:০৭ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৪৮:০৭ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ১২৫

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪০:৪৭

ফরিদপুরে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় ভর্তি ১২৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ১২৫ জন রোগী ভর্তি হয়েছে।

ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার জংগুরদিয়া গ্রামের আ. সামাদ শেখের ছেলে ফেরদৌস (৪৫) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের সুরাইয়া (২৫)।

২ সেপ্টেম্বর শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজন রোগীই গত ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরের পর ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তারা মারা যান। রোগীরা গুরুত্বর অবস্থায় আসায় বেশি সময় পাওয়া যায়নি, চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালটিতে ৫৯ জন নতুন রোগী ভর্তি হয়। বর্তমানে হাসপাতালটিতে ১৮০ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন জানায়, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১২৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৯ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮০ জন।

সিভিল সার্জন আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় অদ্যাবধি ১৪ জন ডেঙ্গু রোগী মারা গেছে। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৭৬ জন। এর মধ্যে ৪ হাজার ৫৬৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ