• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১৬:১৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১০:১৬:১৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে নিক্সন চৌধুরী

১ ডিসেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৫:৪৮

ফরিদপুরে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে নিক্সন চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী  মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও ফরিদপুর জেলা যুগ্ম ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর নিকট তিনি লিখিত জবাব দেন।

মনোনয়নপত্র জমা দেয়ার সময় গাড়ী বহর ও অধীক সংখ্যক লোক সমবেত হওয়ায় নিক্সনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়।

মজিবুর রহমান চৌধুরী নিক্সন জানান, আমি আচারন বিধি ভঙ্গের বিষয়ে লিখিত জবাব দিয়েছি। বলেছি আমরা নির্বাচনী আচরণ বিধি মেনে চলার চেষ্টা করবো সেদিকে নজর রাখবো যেন আর না হয়। এছাড়াও তিনি দুঃখ প্রকাশ  করে বলেন, অনেকেই তফসিল জমা দেবার সময় এমন কাজ করেছে কিন্তু শোকজ খেলাম আমি আর সাকিব আল হাসান। নির্বাচনকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ করতে প্রধানমন্ত্রীর অঙ্গিকার আমার অবশ্যই রক্ষা করব।

উল্লেখ্য, বৃহস্পতিবার বার্তাবাহকের মাধ্যমে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর স্বাক্ষর করা চিঠি নিক্সন চৌধুরী গ্রহণ করেন।

মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর আগে ফরিদপুর-৪ আসন থেকে ২বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ