• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:৪৫ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৫৮:৪৫ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সকলকে কাজ করতে হবে: এমপি রশীদুজ্জামান

৯ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৭:২১:৩২

ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে সকলকে কাজ করতে হবে: এমপি রশীদুজ্জামান

খুলনা ব্যুরো: কাঙ্খিত উন্নয়ন অর্জনের লক্ষ্যে ব্যক্তিগত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

৯ মার্চ শনিবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলার সকল দফতর প্রধান ও পাইকগাছা-কয়রার কৃতি সন্তানদের (যারা দেশের বিভিন্ন মন্ত্রাণলয়ে উচ্চপদস্থ কর্মকর্তা) নিয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এই মতবিনিময় সভার আয়োজন করে কয়রা উপজেলা প্রশাসন।

এসময় রশীদুজ্জামান বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে মানুষের সেবা করার জন্য। আমি ওয়াদা করেছি, সেবক হব, সেই সেবা করতে গেলে জনগণের জানমালের সুরক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে।

মতবিনিময় সভা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাসহ উপজেলাকে কীভাবে আগামীতে সকলে সম্মিলিতভাবে এগিয়ে নেয়া যায়, এ বিষয়ে মতামত গ্রহণ করা হয়। এ সময় উপজেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বি এম তারিক উজ জামানের সভাপতিত্বে কয়রা উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলম মোস্তফা, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণায়ের উপ সচিব আশরাফ হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক শাহীনুজ্জামান, কৃষি  মন্ত্রণালয়ের বিএডিসি প্রধান (মনিটরিং) আ. সাত্তার গাজী, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছার নির্বাহী অফিসার আলামিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রী, কয়রা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলুসহ উপজেলার বিভিন্ন দফতবের প্রধানগণ, ৭ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় সকলে উপকূলীয় কয়রার নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে এ অঞ্চলকে একটি বাসযোগ্য আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে কাজ করার অঙ্গিকার করেন।

এর আগে বেলা ১১ টায় কয়রা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তিন দিনব্যাপী চলা ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য রশীদুজ্জামান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ