• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৫:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ১২:৫৫:১১ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ধামইরহাট সীমান্তে ৫ মাদক কারবারি আটক

৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮:২৬

ধামইরহাট সীমান্তে ৫ মাদক কারবারি আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক, স্বর্ণ ও টাকাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ২৫৭/৩ আর হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চক কাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলা থেকে তাদের আটক করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- ধামইরহাট থানার চককাশিপুর গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাবিনা ইয়াছমিন (৪০), হযরতপুর গ্রামের শাকিল হোসেন (২৩) ও তার স্ত্রী ছালমা খাতুন (১৯), লোদিপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী কুলসুম বেগম (১৭) এবং পাথরঘাটা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেল ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে চককাশিপুর গ্রাম (ঈদগাহ মোড়) এলাকায় সালমা ভিলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পালিয়ে যাওয়ার সময় এলাকার মাদক সম্রাজ্ঞী সাবিনা ও তার চার সহযোগিকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩৪ পুরিয়া (২৬ গ্রাম) হিরোইন, ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৮ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, এক ভরি ১৫ আনা পাঁচ রতি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা এবং ভারতীয় ১০০ রুপী উদ্ধার করা হয়।

আটককারীদের মধ্যে সাবিনা এলাকায় মাদক সম্রাজ্ঞী হিসেবে পরিচিত। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ৭/৮ বছর ধরে মাদক ব্যবসার বড় নেটওয়ার্ক গড়ে তুলেছে। সহযোগি হিসেবে মাদক ব্যবসায় তার বাবা, মেয়ে, ভাতিজা ও ভাগ্নি এ কাজ করে থাকে। বর্তমানে মাদক সাবিনার আগ্রাদ্বিগুন এলাকায় বিলাসবহুল বাড়ি রয়েছে এবং সে বিলাসী জীবন যাপন করে। এছাড়াও সাপাহার, পোরশা, পত্নীতলা, ধামইরহাট উপজেলা ও আশেপাশের এলাকায় তার নিজস্ব মাদক সিন্ডিকেট রয়েছে। যার মাধ্যমে সে মাদকদ্রব্য কেনা-বেচা করে থাকে।

তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ