• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৮:২৪ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

নাটোরে সোনালি আঁশের দুর্গা প্রতিমা নজর কেড়েছে সবার

২৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:৩০

সংবাদ ছবি

নাটোর প্রতিনিধি: এবার নাটোরে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী প্রতিমা, সোনালি আঁশে মোড়ানো হয়েছে দুর্গাদেবীকে। শহরের লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পাল ও তাঁর সহযোগীরা প্রায় দুই মাসের শ্রমে এই প্রতিমাটি গড়ে তুলেছেন।

পাটের আঁশে সোনালি বুননে তৈরি প্রতিমাটি দেখে মনে হয় যেন সোনা দিয়ে মুড়িয়ে দেয়া হয়েছে দেবী দুর্গাকে। প্রায় ২০ কেজি সোনালি আঁশ ব্যবহার করে প্রতিমার প্রতিটি অংশ তৈরি করা হয়েছে। দেবী দশভূজার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর ও সিংহের অলংকার ও সাজসজ্জাতেও পাটের সূক্ষ্ম আঁশ ব্যবহার করা হয়েছে।

Ad
Ad

প্রতিমাটি তৈরি করতে প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো দাঁড় করানো হয়। মাটির আস্তরণ শুকিয়ে যাওয়ার পর সেটি সোনালি আঁশে মুড়িয়ে প্রতিমাকে নতুন রূপ দেওয়া হয়।
আয়োজক রবি সূতম সংঘের পক্ষ থেকে জানানো হয়, এ প্রতিমা দর্শনে ভক্ত-দর্শনার্থীরা বিশেষ আনন্দ পাবেন। ইতোমধ্যেই প্রতিদিন শত শত মানুষ ভিড় করছেন মণ্ডপে।

Ad

নাটোর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্র নাথ রায় বলেন, সোনালি আঁশে তৈরি প্রতিমাটি এবারের পূজায় ভিন্ন মাত্রা যোগ করেছে।

জেলা প্রশাসক আসমা শাহীন জানান, নাটোরে এবার ৩৬৮টি মন্দির ও মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং নির্বিঘ্ন উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us