• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৫৪:৫৩ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে নদী থেকে হাত-পা বাঁধা গরুব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:১৫:৫২

সংবাদ ছবি

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি:  সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। নিহত লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

Ad
Ad

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারেরে অভিযান চলছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক
১২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:০১






সংবাদ ছবি
মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
১২ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২৪:১৬

সংবাদ ছবি
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন
১২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৪৩



Follow Us