নাটোর প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোরের ঐতিহ্যবাহী উত্তরা গণভবনের মনোরম সৌন্দর্যের প্রশংসা করে এর সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

৮ নভেম্বর শনিবার বিকেলে নিজের স্ত্রীসহ নাটোর সফরে এসে উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ মতামত ব্যক্ত করেন।


তিনি বলেন, ‘উত্তরা গণভবন কেবল ঐতিহাসিক স্থাপনা নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এর সংরক্ষণে আরও পরিকল্পিত উদ্যোগ নেওয়া জরুরি।’
পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে গণভবনের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখান এবং চলমান রক্ষণাবেক্ষণ কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
তবে সফরকালে ড. আসিফ নজরুল রাজনৈতিক বা সমসাময়িক কোনো বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকেন।
নাটোর সফরের আগে তিনি রাজশাহীর সারদা পুলিশ একাডেমি পরিদর্শন করেন। এ সফরের অংশ হিসেবেই তিনি বিকেলে উত্তরা গণভবন পরিদর্শনে আসেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available