স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসস্থ ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংতে (ইসিএসএমই)।
১৬ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের চিফ ও ইসিএসএমই-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল ইফতেখার আনিস। তিনি চৌকস নবীন সৈনিকদের প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
নান্দনিক কুচকাওয়াজের মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। প্যারেডে অংশ নেওয়া সৈনিকদের শৃঙ্খলা, দক্ষতা ও সামরিক কৌশল প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈনিকদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী দেশের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে তুলতে হবে- যাতে একবিংশ শতাব্দীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়। দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগই একজন সৈনিকের সর্বোচ্চ গৌরব।”
তিনি ইঞ্জিনিয়ার্স কোরের ঐতিহ্য, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও মানবিক সহায়তায় অবদানের বিষয়েও আলোকপাত করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পদবির ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও, সৈনিক, নবীন রিক্রুটদের পরিবারের সদস্য, গণমাধ্যম প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available