• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৫:৩৩ (29-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হলেন হেলাল তালুকদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর থানা বিএনপির আহ্বায়ক হলেন মো. হেলাল তালুকদার।২১ সেপ্টেম্বর রোববার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহবায়ক (দপ্তরের দায়িত্বে)  এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়।জানা যায়, এর আগে তিনি দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের অনুমোদনক্রমে এবার হেলাল তালুকদারকে দক্ষিণখান থানা বিএনপিকে সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনা করার এ দায়িত্ব দেওয়া হয়েছে।দলীয় শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপিকে নতুন উদ্যমে পরিচালনা করবেন এবং স্থানীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।