• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৬:৫৭:৫৪ (29-Sep-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আইফোন কিনতে ভক্তদের কাছে সাহায্য চাইছেন ভারতীয় ইনফ্লুয়েন্সার মাহি

বিনোদন ডেস্ক: আইফোনের নতুন মডেল আইফোন ১৭ সিরিজ লঞ্চ করেছে অ্যাপল। নতুন মডেলটি হাতে পেতে এরই মধ্যে অনেকেই ভিড় জমাচ্ছেন দোকানে, আবার কেউ কেউ শুধু দূর থেকে তাকিয়েই কষ্ট পাচ্ছেন। এই তালিকায় এবার নতুন আলোচনার জন্ম দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মাহি সিং।আইফোন কেনার জন্য তিনি ভক্তদের কাছে প্রকাশ্যে ‘ভিক্ষা’ চেয়েছেন। একটি ভিডিও বার্তায় মাহি অনুরোধ করেছেন, ‘যে যতটুকু পারেন, এক রুপি, দুই রুপি বা তিন রুপি করে সাহায্য করুন।’মাহি তার ভিডিওতে বলেন, ‘আইফোন ১৭ প্রো ম্যাক্স বাজারে এসেছে। এর কালারটি আমার ভীষণ ভালো লেগেছে। তিন মাস আগে বাবা আমাকে আইফোন ১৬ কিনে দিয়েছেন। কিন্তু আগামী ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি আইফোন ১৭ প্রো ম্যাক্স চাই। বাবা আমাকে আর এটি কিনে দেবেন না। তাই যদি আপনারা সবাই সামান্য সামান্য করে দেন, আমি এই ফোন কিনতে পারব। এটি হবে আমার স্বপ্নপূরণ।’তিনি আরও যোগ করেন, ‘ফোনটির প্রতি আমার ভালোবাসা ভাষায় প্রকাশ করতে পারব না। যদি আপনারা সাহায্য করেন, আমি হৃদয়ের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাব।’ইনফ্লুয়েন্সারের এ ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ মানুষই তার এ উদ্যোগকে ‘হাস্যকর ও অনুচিত’ বলে মন্তব্য করেছেন।একজন লিখেছেন, ‘যারা এমন ভিডিও দেখতে ফোন চাপে, তারাই তাকে ১-২ রুপি দিয়ে সাহায্য করবে। আসলে সে ভিক্ষাই চাইছে।’তবে অন্য এক নেটিজেন মাহির পক্ষ নিয়ে বলেন, ‘সে গরিব বলে তাকে নিয়ে মজা করা হচ্ছে। অথচ অনেক ধনী ব্যক্তি বিভিন্ন নামে অনলাইনে অনুদান চান, তখন কেউ কিছু বলেন না।’ সূত্র: এনডিটিভি।