হজ্ব ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ নেয়া হয়েছে: ধর্ম উপদেষ্টা
নাটোর প্রতিনিধি: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, হজ্ব ব্যবস্থাপনা সহজ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে অতীতের মতো কোনও সিন্ডিকেট কাজ করতে পারবে না। ধর্ম মন্ত্রণালয়ের সকলে স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছে।১০ ডিসেম্বর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে নাটোর জেলা মডেল মসজিদ উদ্বোধন শেষে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, অতীতে হাজিদের জিম্মি করার যে প্রবণতা ছিল, তা এখন শূন্যের কোঠায় নিয়ে আসা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হাজিদের বাড়ি ভাড়াসহ সকল কাজ সম্পন্ন করায় গত বছর সাড় আট কোটিরও অধিক টাকা হাজিদের ফেরত দেয়া সম্ভব হয়েছে।ধর্ম উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়ে গেছে। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।এসময় নাটোরের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।