নাটোর প্রতিনিধি: নাটোরে ইমরান নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালানোর সময় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গাড়ি থেকে উদ্ধার করা হয় একটি খেলনা পিস্তল।
২৩ আগস্ট শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের কানাইখালি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতাররা হলেন বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করার জেরে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার রাত ৯টার দিকে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনা হয়। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নেওয়ার চেষ্টা করে তারা।
তিনি আরও জানান, গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। তখন দুজন পালিয়ে গেলেও অপর দুজনকে ঘটনাস্থলেই আটক করে পুলিশে দেয়া হয়। পরবর্তীতে তল্লাশিতে গাড়ি থেকে বিদেশি পিস্তলের আদলে তৈরি একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক অন্য দুজনকে আটকের চেষ্টা অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available