রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সন্ত্রাস ও মাদকবিরোধী সামাজিক সচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শান্তির পথে' ম্যারাথন দৌড় ২০২৫’।

২৭ ডিসেম্বর শনিবার ‘চলো যাই রাঙ্গুনিয়া’-এর উদ্যোগে এ ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়।


৭ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। সকাল ৮ টায় রাঙ্গুনিয়ার গোডাউন কর্ণফূলী ব্রিজ এলাকা থেকে দৌড় শুরু হয়ে সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সিঙ্গাপুর মার্কেটে গিয়ে শেষ হয়।
দৌড় শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
আয়োজকেরা জানান, ম্যারাথনের পুরো রুটজুড়ে পানি বিতরণ স্টেশন, স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবক দল, মেডিক্যাল টিম ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়।
‘চলো যাই রাঙ্গুনিয়া’ টিমের অ্যাডমিন আরিফুল হক চৌধুরী বলেন, সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা তৈরি, তরুণ সমাজকে খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং রাঙ্গুনিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতিকে দেশব্যাপী তুলে ধরাই এই ম্যারাথনের মূল লক্ষ্য।
ম্যারাথন শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী সচেতনতা অ্যাওয়ার্ড, মেডেল ও সনদ বিতরণ করা হয়।
এ ছাড়া ম্যারাথনে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাঙ্গুনিয়া পৌরসভা, ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরকে সম্মাননা দেওয়া হয়।
স্পন্সর হিসেবে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সক শপ, সরফভাটা সমিতি চট্টগ্রাম ও আবদুর রাজ্জাক ফাউন্ডেশনকে বিশেষ স্মারক প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available