রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশের অন্যতম বৃহত্তম বেসরকারি বৃত্তি পরীক্ষা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা বুধবার (২৫ ডিসেম্বর) সারা দেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হয়েছে।

এর অংশ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মধ্যম–দক্ষিণ জোনে শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়। জোন পরিচালক মুহাম্মদ শাহে এমরান রনি জানান, এ বছর পুরো রাঙ্গুনিয়ায় প্রায় ৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।


রাঙ্গুনিয়া মধ্যম–দক্ষিণ জোনে পাঁচটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়, উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, পশ্চিম শিলক বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আবুল বশর চৌধুরী উচ্চ বিদ্যালয় ও বেতাগী রাহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদরাসা। এছাড়া উপজেলা উত্তরে আরও দুটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়।
রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কেন্দ্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান। কেন্দ্র পর্যবেক্ষক ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম। উপপরিচালক (নিয়ন্ত্রণ) ওবায়দুল হক এবং উপপরিচালক (সার্বিক) সৈয়দ মুহাম্মদ ইউসুফ পরীক্ষার তদারকিতে ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় পরিচালনা কমিটির প্রতিনিধি দলসহ সুপ্রিম কোর্টের আইনজীবী ও চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান। এ সময় স্থানীয় শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available