কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরের হাজিরহাটে জুয়া খেলার সময় ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

৯ জানুয়ারি শুক্রবার হাজিরহাট থানাধীন এলাকায় ঘাগট নদীর পাড় থেকে তাদের আটক করা হয়। আটক ১০ জনকেই রংপুর মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।


গ্রেফতাররা হলেন, হাজিরহাট থানাধীন উত্তম চওড়াপাড়র লিখন (৪৫), মশিয়ার (৩৮), সাবেরুল (৩৮), আবুল হোসেন (৫৫), বদিয়ার (২৫), মাসুদ (৩০), উত্তম বনিকপাড়ার সাদেকুল ইসলাম (২৬), মো. সাজু মিয়া (২৭) ও উত্তম বাওয়াইপাড়ার মো. হালিম (৪০), মো. আলমগীর হোসেন (৪০)।
রংপুর মেট্টোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, ‘শুক্রবার বিকেলে খতিয়ারপুর উচাটারী গ্রামে ঘাগট নদীর পাড়ে কিছু ব্যক্তি প্রচণ্ড শীতে গায়ে গরম কাপড় জড়িয়ে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে জুয়া খেলছিল। তৎক্ষণাৎ পুলিশের টিম অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে দশজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ তিনশত সত্তর টাকা এবং ১০৪ টি তাস জব্দ করে পুলিশ।
ওসি আজাদ রহমান বলেন, মানুষের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক দশজনকেই শনিবার রংপুর মহানগর পুলিশ আইনের ৯৩ ধারায় নন এফআইআর প্রসিকিউশন মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available