• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ দুপুর ০১:৫২:০৬ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

রংপুরে কারাবন্দীকে অসুস্থ দেখিয়ে প্রতারণা, গ্রাম পুলিশের জরিমানা

১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৯:৪৫

রংপুরে কারাবন্দীকে অসুস্থ দেখিয়ে প্রতারণা, গ্রাম পুলিশের জরিমানা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় কারাবন্দী স্বামীর হার্ট স্ট্রোক হয়েছে এমন মিথ্যা তথ্য দিয়ে একটি পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক গ্রাম পুলিশকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে গ্রাম্য আদালত।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার কুর্শা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গ্রাম্য আদালতের শুনানি শেষে অভিযুক্ত গ্রাম পুলিশ আব্দুল হালিমকে এ জরিমানা করেন আদালতের বিচারক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ।

Ad
Ad

আদালত ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা গেছে, উপজেলার শ্যামপুর গ্রামের সামছুল হক গত ৭ জানুয়ারি একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ১৩ জানুয়ারি মঙ্গলবার রাতে কুর্শা ইউনিয়নের গ্রাম পুলিশ আব্দুল হালিম সামছুল হকের বাড়িতে গিয়ে দাবি করেন, কারাগারে তার হার্ট স্ট্রোক হয়েছে এবং তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় হালিম নিজের মোবাইল ফোনে ভুয়া জেল সুপার ও চিকিৎসক সেজে থাকা প্রতারক চক্রের সঙ্গে সামছুল হকের স্ত্রী খালেদা বেগমের কথা বলিয়ে দেন। ফোনে জানানো হয়, সামছুল হকের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে এবং জরুরি ভিত্তিতে রিং পরাতে ৯০ হাজার টাকা প্রয়োজন।

স্বামীর জীবন বাঁচাতে দিশেহারা হয়ে খালেদা বেগম তাৎক্ষণিকভাবে গ্রাম পুলিশ হালিমের হাতে ৩০ হাজার টাকা দেন। পরে বাকি টাকা বিকাশে পাঠানোর সময় সন্দেহ হলে সামছুল হকের ভাই, পেশায় বাসচালক মিজানুর রহমান, থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন সামছুল হক সম্পূর্ণ সুস্থ আছেন এবং পুরো ঘটনাটি একটি সাজানো প্রতারণা।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে গ্রাম পুলিশ হালিমকে আটক করে রাখে। পরে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে গ্রাম্য আদালত বসে। শুনানিতে প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আব্দুল হালিমকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

ভুক্তভোগীর স্ত্রী খালেদা বেগম বলেন, ‘বাড়িতে আমি আর শাশুড়ি ছাড়া কেউ ছিল না। গ্রাম পুলিশ পরিচয়ে এসে স্বামীর অসুস্থতার কথা বলে টাকা নিয়ে যায়। যদি সত্যিই কিছু হয়ে যেত, তার দায় কে নিত?’

সামছুল হকের ভাই মিজানুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গ্রাম পুলিশ প্রশাসনের অংশ। তাদের কথা বিশ্বাস করেই ভাবি টাকা দিয়েছেন। যদি তারাই প্রতারক চক্রের দালালি করে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?’

অভিযুক্ত গ্রাম পুলিশ আব্দুল হালিম বলেন, ‘আমি প্রতারক চক্রের ফাঁদে পড়ে যাচাই না করে অসুস্থতার কথা জানিয়েছি। এটা করা ঠিক হয়নি।’

কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ‘গ্রাম পুলিশ আব্দুল হালিমের মাধ্যমে ওই পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই গ্রাম্য আদালতে শুনানি শেষে তাকে জরিমানা করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে জানানো হবে।’

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। আসামির তথ্য ও পরিবারের অবস্থান তারা কীভাবে পেয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রটিকে শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সখিপুরে চিতা বাঘ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের
সখিপুরে চিতা বাঘ আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের
১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৬:০৯







উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩
উত্তরায় আবাসিক ভবনে আগুন, নিহত ৩
১৬ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৩৫:০৬



Follow Us