• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:১২:৩০ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

জমি নিয়ে বিরোধ, মামাতো ভাইয়ের লাঠির আঘাতে কৃষকের মৃত্যু

১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৮:২২

সংবাদ ছবি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মামাতো ভাইয়ের হামলায় খোকা মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।

Ad

১০ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত খোকা মিয়া বালাপাড়া ইউনিয়নের পশ্চিম খোপাতি গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক। তিনি জানান, খোকা মিয়ার সঙ্গে তার মামাতো ভাই ইজার উদ্দিনের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই সূত্র ধরে গত ৫ ডিসেম্বর শুক্রবার সকালে ইজার উদ্দিন ও তার পরিবারের সদস্যরা জোর করে খোকা মিয়ার জমিতে মাটি কাটতে যান। এ সময় বাধা দিলে তারা খোকা মিয়ার ওপর লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালান।

হামলায় খোকা মিয়ার মাথা ফেঠে যায় এবং তিনি গুরুতর রক্তক্ষরণে আহত হন। তার চিৎকারে ছেলে জাকির হোসেন ও স্ত্রী শরিফা বেগম এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালায় ইজার উদ্দিনের লোকজন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

১০ ডিসেম্বর বুধবার চিকিৎসাধীন অবস্থায় খোকা মিয়ার মৃত্যু হলে রংপুর সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি নজমুল হক।

এ ঘটনায় বুধবার সন্ধ্যায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ মোট ৭ জনের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
তারেক রহমান কবে ফিরবেন, জানালেন ইশরাক
১১ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০২:৪১


Follow Us