• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা মাঘ ১৪৩২ রাত ১০:৫৪:২৯ (15-Jan-2026)
  • - ৩৩° সে:

রংপুরের হারাগাছে পদক্ষেপের শীতবস্ত্র বিতরণ

১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০১:৩১

রংপুরের হারাগাছে পদক্ষেপের শীতবস্ত্র বিতরণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Ad

১৫ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার হারাগাছ পৌর শহরের বানু পাড়া এলাকায় অবস্থিত পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের অফিস প্রাঙ্গণে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Ad
Ad

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস। অনুষ্ঠানে সংস্থার জোনাল ম্যানেজার ফখরুল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ কারখানার পরিচালক আশরাফুল আলম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন অ্যান্ড একাউন্টস) রমজান আলী, শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদসহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন সামস বলেন, শীতকাল অনেকের কাছে আরামদায়ক হলেও দরিদ্র ও অসহায় মানুষের জন্য এটি চরম কষ্টের সময়। শীতের তীব্রতা থেকে তাদের রক্ষা করতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল!
১৫ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪০:১৫







Follow Us