কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের শাপলা কলি প্রতীকের প্রার্থী আখতার হোসেন সমর্থকদের কাছে নির্বাচনী ব্যয়ের জন্য আর্থিক সহায়তা চেয়েছেন। তিনি ২১ জানুয়ারি বুধবার রাতের দিকে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে এ আহ্বান জানান।

পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি রংপুর-৪ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা ২২ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। তিনি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অনুদান, দোয়া এবং সহযোগিতার ওপর নির্ভরশীল থাকবেন বলে জানান।


তিনি আরও বলেন, লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরী, মিছিল, উঠান বৈঠক আয়োজন এবং সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় সাহায্য করতে সবাইকে অনুরোধ করেন। পোস্টে তিনি ছোট থেকে বড় যেকোনো অনুদান গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন।
আখতার হোসেনের পিএস রাকিবুল হাসান তৌফিক ফেসবুক পোস্টের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আখতার ভাই মধ্যবিত্ত পরিবারের সদস্য। নির্বাচনী ব্যয় একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই তিনি সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা চাইছেন। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাউনিয়া-পীরগাছার উন্নয়ন ও পরিবর্তনের জন্য সবাইকে একত্রিত করে তিনি কাজ করবেন।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available