• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৪৯:৪৬ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরের শাহীন স্কুলের ফলাফল ঘোষণা, অভিভাবক-শিক্ষার্থীদের উচ্ছ্বাস

২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫২:৪৪

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে কালিয়াকৈরের শাহীন স্কুল শাখায় বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৭ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন স্কুল কালিয়াকৈর শাখার পরিচালক মো. মনিরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, এস ই এফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং শাহীন স্কুল ও শাহীন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ মাছুদুল আমিন শাহীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের অপর পরিচালক জাহানে আবেদীন।

এ বছর প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং শতভাগ শিক্ষার্থীই কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়—যা বিদ্যালয়টির জন্য একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় অর্জন। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি উপস্থিত অভিভাবকদের জন্যও ছিল বিশেষ সম্মাননা।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান শাহীন বলেন, “শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের নাম নয়; নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তোলাই প্রকৃত শিক্ষা। শাহীন শিক্ষা পরিবার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।”

তিনি ভালো ফলাফল অর্জনকারীদের সাফল্য ধরে রাখার আহ্বান জানান এবং প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের নতুনভাবে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা দেন।

সভাপতির বক্তব্যে পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, “গত তিন বছর ধরে আমাদের এসএসসি পরীক্ষায় কোনো ফেল নেই। গোল্ডেন এ প্লাস, জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন এবং বিদেশে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা শাহীন স্কুলকে কালিয়াকৈরের শিক্ষাঙ্গনে আলাদা অবস্থানে পৌঁছে দিয়েছে।”

তিনি আরও জানান, এ শাখার শিক্ষার্থীরা নটরডেম কলেজ, বিএএফ শাহীন কলেজসহ দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করছে এবং ৫ থেকে ৭ জন শিক্ষার্থী স্কলারশিপ নিয়ে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করছে।

অনুষ্ঠানজুড়ে বিদ্যালয় মাঠ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত। আনন্দ, উচ্ছ্বাস ও অনুপ্রেরণার মধ্য দিয়ে একটি সফল ও স্মরণীয় আয়োজনের সমাপ্তি ঘটে।

ভবিষ্যতেও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শাহীন স্কুল কালিয়াকৈর শাখা আরও বৃহৎ সাফল্য অর্জন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় ২ সিএনজির সংঘর্ষে চালক আহত
২৭ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:২৬






Follow Us