লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশন’র ১৩ সদস্যবিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

৯ নভেম্বর রোববার দুপুরে উপজেলার একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ।


এসময় সংগঠনের উপদেষ্টা নুরুল আলম কোম্পানীসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) সভাপতি, মো. আলমগীর (দৈনিক প্রতিদিনের কাগজ) সাধারণ সম্পাদক ও এম, দলিলুর রহমান (দৈনিক জনবাণী) কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।
এছাড়া কমিটিতে সহ-সভাপতি রাকিব ইবনূর ইমন (দৈনিক পূর্বকোন), যুগ্ম সাধারণ সম্পাদক- মো. সেলিম উদ্দীন (দৈনিক আমার দেশ), অর্থ বিষয়ক সম্পাদক- নাজিম উদ্দীন রানা (দৈনিক যুগান্তর), দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক- মো. মিজান (দৈনিক অভয়নগর), আইন বিষয়ক সম্পাদক- অ্যাড. নয়ন দেবনাথ (দৈনিক বাংলার সংবাদ)।
কমিটির সদস্যরা হলেন, ইসমাইল হোসেন সোহাগ (দৈনিক বাংলাদেশ সমাচার), মো. কলিম উল্লাহ (দৈনিক দিন প্রতিদিন), মুন্সী সাহাব উদ্দীন (দৈনিক একুশের বাণী), মো. রিয়াদ (দৈনিক আজকের বসুন্ধরা) ও বেলাল হোসেন আবীর (দৈনিক আলোকিত সকাল)।
সংগঠনের নব-নির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন- আমরা গণমাধ্যম কর্মী, আমাদের কাজ হচ্ছে দেশ ও মানুষের স্বার্থে কাজ করা, সে লক্ষ্যে বস্তুনিষ্ঠ সংবাদ তৈরিতে আমরা বদ্ধ পরিকর, আমাদের সকল কর্মকাণ্ড হবে জনকল্যাণকর।
তিনি আরও বলেন, সুন্দর সমাজ বিনির্মাণে সৎ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যে কোনো প্রতিবন্ধকতা নিরসনে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা পালন করায় আমার কাজ। আমি চেষ্টা করব সংগঠনকে সর্বোচ্চ দেয়ার, এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available