প্রতীকি ছবি
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. এহেছান(৪৩) নামের এক দিন মজুরের মৃত্যু হয়েছে।
৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টার সময় লোহাগাড়া থানার সামনে আবাসিক ভবন হাশেম পার্কের গেইটে এই ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত এহেছান কক্সবাজার জেলাধীন চকরিয়া উপজেলার পূর্ব ভেওলার শামসুল আলমের পুত্র।
প্রত্যক্ষদর্শী যুবদল নেতা মো. মুসলিম উদ্দীন বলেন, হাশেম পার্কের ভাড়াটিয়ার মালামাল একটি ট্রাকে লোড-আনলোড করছিল দিন মজুর এহেছানসহ কয়েকজন, উপরে থাকা ৩৩ হাজার ভোল্টের তারের সাথে স্পৃষ্ট হয়ে সারা শরীর ঝলসে যায়। তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিছুদিন আগে কয়েকজন সাংবাদিক সতর্কতামূলক নিউজ করার পরেও বিদ্যুৎ বিভাগ কিংবা সড়ক ও জনপদ বিভাগ কার্যকর কোনো ব্যবস্থা নেননি। যে কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটে গেল।
এ বিষয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর লোহাগাড়া জোনাল অফিসের ইনচার্জ রফিকুল খাঁন এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার সাজ্জাদ আমিন বলেন, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়া একজনকে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিদ্যুৎ স্পৃষ্টে নিহতের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available