• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৩শে পৌষ ১৪৩২ রাত ১১:৪২:২২ (06-Jan-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

৫ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:২৬:৩৭

সিরাজগঞ্জে এনসিপির যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগ

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম ন্বয়কারী মাহফুজা খাতুন দল থেকে পদত্যাগ করেছেন। তিনি চৌহালী উপজেলা বিএনপির বহিস্কৃত আহবায়ক ও চৌহালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

Ad

২৪ ডিসেম্বর দলটির জেলা কমিটির প্রধান সমন্বয়কারীর নিকট পদত্যাগ পত্র জমা দেন মাহফুজা। তবে তখন বিষয়টি গোপন থাকলে রবিবার (৪ জানুয়ারী) তা জানাজানি হয়। এরআগে ১৭ ডিসেম্বর এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ৮৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন। শুরুতেই কমিটিতে বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদের সাবেক অন্তত: দুই ডজন নেতা পদ পেয়েছিলেন।

Ad
Ad

পদত্যাগের প্রসঙ্গে মাহফুজা খাতুন বলেন, আমাকে না জানিয়েই এনসিপিতে পদ দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর আমি মর্মাহত হয়েছিলাম। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকবো। বিএনপি থেকে বহিস্কারের বিষয়ে মাহফুজা বলেন, অবৈধভাবে আমাকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে। তারপরও যত দিন বেঁচে আছি, নি:স্বার্থভাবে বিএনপির পতাকা তলে নিজেকে আবদ্ধ রাখতে চাই। মাহফুজা খাতুন ছাড়াও কমিটি প্রকাশের পর তাৎক্ষণিক একাধিক নেতা পদত্যাগ করেন এবং না জানিয়ে কমিটিতে নাম দেওয়ায় প্রতিবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us