• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২২শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:০৪:২৬ (06-Nov-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

৬ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৮:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের চিকিৎসা অপারেশন সহায়তায় ও আন্ধেরী হিলফি বন জার্মানির সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

Ad

৫ নভেম্বর বুধবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট এর আয়োজনে, সদর উপজেলার রানিহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজে এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।

Ad
Ad

গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-এর মেডিক্যাল টীমের ৮ জনের একদল চিকিৎসক দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেন।

আয়োজকরা জানান, এই চক্ষু ক্যাম্পে এক হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেয়া হয়। সেইসাথে যাদের চোখের অপারেশন করা হবে তাদের মধ্যে ৩ শত জনকে দিনাজপুরের গাওসুল আযম বিএনএসবি আই হসপিটালে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রদান করা হবে।

এদিকে, সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।
চাঁপাইনবাবগঞ্জ এ্যাডভোকেট বারের সভাপতি মোহাম্মদ ঈসাহাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রফিউজ্জমান, মো. আমিনুল ইসলাম, শিশ মোহাম্মদ, সিনিয়র সাংবাদিক ফয়সাল আজম অপু, রাজশাহী শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ (অবঃ) মোহা. খাদেমুল ইসলাম, ব্যাংকার মো. জালাল উদ্দীন, তরিকুল ইসলাম মাষ্টার, আলহাজ্ব মনিমুল হক প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৯৮১ সাল থেকে মানবতার ফেরিওয়ালা আমিনুল ইসলাম অনুরূপ বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে অপারেশনের রোগী বাছাই করে বিনামূল্যে গাওসুল আযম বিএনএসবি আই হসপিটাল, দিনাজপুর-সহ বিভিন্ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার সার্বিক তত্ত্বাবধানে অপারেশনসহ চিকিৎসা করানো হচ্ছে। এ পর্যন্ত কয়েক হাজার রোগীর অপারেশন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us