নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. শাহাদাত হোসেন মাসুদ।

১৮ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় জেলা প্রশাসক তাঁর নতুন দায়িত্ব গ্রহণের পর জেলার সামগ্রিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি ও জনসেবায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন। তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক এসব মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
মতবিনিময় সভাটি সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available