• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:০৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহতাসহ গ্রেফতার ৫

২৪ জুন ২০২৪ দুপুর ১২:৪৩:১৩

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের মূলহতাসহ গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পাসপোর্ট বানিয়ে দেওয়ার নামে প্রতারণা করার অভিযোগে দালাল চক্রের মূলহোতা মো. ফজল (৪৩) সহ ৫ প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Ad

২৩ জুন রোববার র‍্যাব-১১ এর এক প্রেস রিলিজে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

Ad
Ad

গ্রেফতার হওয়া প্রতারক চক্রের সদস্যরা হলো দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে মো. ফজল (৪৩), একই একাকার আবদুল লতিফের ছেলে মো. ওমর ফারুক (৩৫), কুমিল্লা নগরীর আড়াইউড়া এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. আলমগীর হোসেন (৬০), ছোটরা এলাকার মো. জামাল মিয়ার ছেলে মো. জনি (২২), রাজাপুর এলাকার বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (২১)।

র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান জানান, অনেক ভুক্তভোগী দালাল চক্রের সদস্যদের পাসপোর্ট করতে দিয়ে অতিরিক্ত টাকা নেওয়ার পরেও যথাসময়ে পাসপোর্ট পায়নি বলে আমাদের নিকট লিখিত ও মৌখিক অভিযোগ করেন।

এর সূত্র ধরে ২৩ জুন রোববার দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী থানার নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চক্রের মূলহোতাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৭টি ডেলিভারি স্লিপ, ১০টি পাসপোর্ট চালান ও ৩টি মোবাইলসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

এই এজেন্ট গ্রুপ ভুক্তভোগীদের অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত সময়ে পাসপোর্ট দেবে বলে ডেলিভারি স্লিপ নিজেদের নিকট রেখে দেয় এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারি করার নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে। এভাবেই তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করার ব্যবস্থা করে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬






Follow Us