• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে আশ্বিন ১৪৩২ বিকাল ০৪:২০:২৮ (10-Oct-2025)
  • - ৩৩° সে:

যৌথ অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চার সদস্য গ্রেফতার

১০ অক্টোবর ২০২৫ সকাল ১০:৫৯:২২

সংবাদ ছবি

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলা পুলিশ।

গ্রেফতাররা হলো মো. জুবায়ের হাসান শিশির (২১), মো. জাহিদ হাসান সিজান (১৯), মো. শরিফুল ইসলাম সিজান (৩৪) এবং মো. রতন আলী ।

Ad
Ad

রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশে অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদারের তদারকিতে ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহীর নেতৃত্বে ৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১টা হতে সকাল ৬টা পর্যন্ত কয়েকটি টিম হয়ে অভিযান পরিচালনা করেন।

Ad

পরে বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রাম থেকে বিকাশ, ইমো (সাইবার) হ্যাকার চক্রের চারজন সদস্যকে গ্রেফতার হয়। এসময় তাদে কাছ থেকে নগদ ১ লক্ষ ৪৮ হাজার ৮২৫ টাকাসহ ১১টি মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, রাজশাহী জেলার বাঘা থানা ও নাটোর জেলার লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিলো। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে রাজশাহী জেলা পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সম্মিলিত অভিযানে বিকাশ ও ইমো প্রতারকচক্রের চারজনকে গ্রেফতার করা হয়। পলাতক অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এ ঘটনায় গ্রেফতারদের অভিযুক্ত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় এ একটি মামলা রুজু হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে মো. রফিকুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীয় নাম ঘোষণা
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৩৪:৩৯


সংবাদ ছবি
মাওনা হাইও পুলিশের উপর হামলা, আটক-২
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১৩:৩৬


সংবাদ ছবি
চুয়াডাঙ্গায় মাদকসহ স্বামী-স্ত্রী আটক
১০ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৭:১৬





Follow Us