রাজশাহী প্রতিনিধি: ৭৮ হাজার মেট্রিকটন লক্ষ্যমাত্রা নিয়ে আখ মাড়াই শুরু হবে আগামী ২৮ নভেম্বর। গত ২০১৬ সালের পূর্ব থেকে চিনি উৎপাদনে লোকসানে রয়েছে সুগার মিলস। লোকসানের বিয়োগ কমাতে নতুন প্রযুক্তি নিয়ে অগ্রসর হতে হবে বলে দাবি করছেন সংশ্লিষ্ট দপ্তর।

রাজশাহী চিনিকলের নির্মাণকাজ ১৯৬২ সারে শুরু হলেও ৬৫ সালের দিকে গিয়ে শেষ হয়। এই প্রতিষ্ঠানে প্রথম আখ মাড়াই শুরু হয় ৬৫-৬৬ সালের মাঝামাঝি থেকে। পরে ১৯৭২ সালে এই চিনিকল প্রতিষ্ঠানকে রাস্ট্রায়ত্ব করেন সরকার। ৯৯ একর নিয়ে প্রশাসন ভবন, আবাসিকসহ চিনি কারখানা, বাণিজ্যিক খামার ও জৈব সারকারখানা অবস্থিত।


কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আলী জানায়, রাজশাহী কলেজ থেকে সমাজ বিজ্ঞানে ২০১৭ সালে স্নাত্তোকার শেষ করেন তিনি। সে পড়ালেখার পাশাপাশি কৃষিতে তার মনোনিবেশ ছিল জোরালো। যার কারণে তিনি চাকরির পিছনে না ছুটে কৃষিতে এখন স্বালম্বি হয়েছেন। বিশেষ করে বিভিন্ন জাতের আখ চাষ করে জেলাসহ বিভিন্ন এলাকায় তার সুনাম রয়েছে। তাছাড়া সুগার মিলস থেকে সকল ধরনের সহযোগিতা পাচ্ছে। জেলার বিভিন্ন এলাকার আখ চাষীদের সুগার মিলের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু তাদের দাবি এই প্রতিষ্ঠানগুলো কেন লোকসানে থাকবে।
জিএম কৃষি মাকসুদা পারভিন বলেন, জেলায় মোট ৫২১৯ জন আখ চাষি আছে। জেলার সবচেয়ে আখ উৎপাদন বেশি হয় চারঘাট উপজেলায়। উপজেলার চারঘাটে ১৪শ’ ৬৭ একর এবং ৮৮০ একর নন্দনগাছি, আড়নিতে ১১শ’ ২৫ একর, পুঠিয়া উপজেলা ৪৩০ একরসহ বিভিন্ন এলাকায় মোট ৫৪১৬ একর জমিতে আখ চাষ করাছেন চাষীরা। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৮ হাজার মেট্রিকটন।
তবে উৎপাদন খরচ নিয়ে হিমশিম খাচ্ছে চিনিকল প্রতিষ্ঠান। আয়ের চেয়ে ব্যয়ের ভারে নুয়ে পড়ছে এই প্রতিষ্ঠান। নতুন প্রযুক্তিতে এগিয়ে গিয়ে আয় ও ব্যয়ের সমতা ফিরিয়ে আনতে হবে বলে জানান, ফাইনান্স জামাল উদ্দিন।
অপরদিকে, জিএম প্রশাসন মোহাম্মদ মোস্তফা সারোয়ার বলেন, এই ফসলটি দীর্ঘ মেয়াদের কারণে কৃষকরা আখ চাষাবাদ থেকে বিরত থাকছেন। চিনিকল প্রতিষ্ঠান আখ চাষাবাদ স্থায়িত্ব করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
সার্বিক বিষয়ে ব্যবস্থাপক (এমডি) হুমায়ন কবির বলেন, আখ চাষীদের সার, বীজ, কীটনাশক ঋণ দেওয়া হয়ে থাকে। আগামী ২৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আখমাড়াই শুরু হবে। চিনিকল প্রতিষ্ঠানের সর্বস্তরের কর্মকর্তা কৃষকদের সকল বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। আখ চাষে সমৃদ্ধি আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন। দেশের ৯টি চিনিকল প্রায় মৃত। কৃষিকে বাঁচতে দেশের সর্বস্তরের দপ্তরকে ভূমিকা রাখতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available