• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:২৬ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

রাজশাহীতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০২:৩৪

রাজশাহীতে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজশাহী ব্যুরো : রাজশাহী চারঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডে প্রধান সড়কের পার্শে সরকারী জমিতে অবৈধ স্থপনা করে দীর্ঘদিন যাবত ভোগ করছিলেন স্থানীয়রা। অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজলো সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান ।

Ad

১৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১.৩০টার দিকে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই সময় চারঘাট মডেল থানার এসআই কামরুজ্জামান, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আরিফুল ইসলামসহ আনছার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।    

Ad
Ad

রাজশাহী সড়ক ও জনপদ বিভাগের সূত্রমতে জানা যায়, গত ২০২০-২১ সালের দিকে ৫৫৪ কোটি টাকা ব্যায়ে জেলা পুঠিয়ার বানেশর বাজার হতে পাবনার ঈশরদী পর্যন্ত সড়ক নিমার্ণ করা হয়। পূর্বের ১৮ ফুট চওড়া সড়ক থেকে ৩৪ ফুট চওড়া সড়কে উন্নতি করা হয়। কিন্ত চারঘাট ও বাঘা উপজেলার দেড় কিলোমিটার সড়ক অসমাপ্ত রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় ভোগ দখলে থাকা জমির কারনে দেড় কি. মি. রাস্তার কাজ সমাপ্ত করা সম্ভব হয়নি।

এবিষয়ে স্থানীয় জমির মালিক মাহফুজসহ অন্যরা বলেন, সরকার তার নিজেস্ব সম্পদ দখল নিবে এটা স্বাভাবিক। কিন্ত তাদের বৈধ সম্পদ সঠিক পর্যায়ে রয়েছে কি তা বুঝে নেওয়া জমির মালিকের দায়িত্ব। সরকারী জমি দখল নেওয়ার বিষয়ে উপজলা ভুমি অফিস থেকে তাদের লিখিত নোটিশ করেছিল। মঙ্গলবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনী সরকারী জমি সার্ভেয়ার করেছে।

সার্বিক বিষয়ে উপজলো সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাতুল করিম মিজান প্রতিনিধিকে জানায়, চারঘাট-বাঘা একটি বাইপাস মহাসড়ক। এই সড়কের সিংহ ভাগ নির্মাণ কাজ শেষ হয়ে গেছে। কিন্ত চারঘাট ও বাঘা উপজেলার বাজার এলাকার কিছু সরকারী জমিতে অবৈধ স্থাপনা রয়েছে। যার কারনে প্রায় যানজাটের সৃষ্টি হচ্ছে। উপজেলার ৪২নং জেএল ভুক্ত চারঘাট মৌজার ১নং খাস খতিয়ানের ৬০১ নং দাগের রান্তা শ্রেনীর ৩শতক জমি উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এই মহাসড়কে নির্মাণে বাধাঁ প্রাপ্ত অবৈধ স্থাপনা নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬




Follow Us