• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:১৬ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

অপহরণের ৩০ দিনেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

২৬ নভেম্বর ২০২৫ সকাল ১১:২০:২৮

অপহরণের ৩০ দিনেও স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ৮ম শ্রেণীর ছাত্রী সামিহা আজও নিখোঁজ। ছাত্রীর পরিবার স্থানীয় সচেতন মহল অপহরিত ছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে। দীর্ঘ সময় ধরে মেয়েটির কোনো খোঁজ না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

Ad

২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদেধের সামনে সামিহার পরিবারের পক্ষে এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তরা বলেন, থানায় মামলার পরেও পুলিশ এখনো সামিহাকে উদ্ধার করতে পারেনি।

Ad
Ad

মানববন্ধনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সাথে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সেক্রেটারি মতিউর রহমান মিজান, পুঠিয়া পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার চান্দু, নাজমুল হোসেন মুক্তা, পুঠিয়া উপজেলা শাখার আহ্বায়ক জিয়া পরিষদের প্রমুখ।

মানববন্ধনে ছাত্রীর বাবা জানান, ‘আমার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। হৃদয় নামের এক যুবক এবং তার ক্যাডার বাহিনী মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ হওয়ার ৩০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মেয়েকে উদ্ধার করতে বা তার অবস্থান সঠিকভাবে জানাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘গত ২৭ অক্টোবর ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছি। অথচ, থানা পুলিশ একজনকেও আটক করেনি। আসামিদের অবস্থান পুলিশকে জানালেও তারা গড়িমসি করে। গত ৩০ দিন যাবত মেয়ের কোনো সন্ধান নেই।’

মানববন্ধনে বক্তারা দ্রুত সামিহাকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন প্রতিনিধিকে জানান, অভিযুক্ত ৫ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। জামিনের আসামিদের পুলিশ আটক করতে পারে না। তবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।  

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে ৮ম শ্রেণীর ছাত্রী সামিহা আজও নিখোঁজ। ছাত্রীর পরিবার স্থানীয় সচেতন মহল অপহরিত ছাত্রীকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে। দীর্ঘ সময় ধরে মেয়েটির কোনো খোঁজ না মেলায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়া উপজেলা পরিষদেধের সামনে সামিহার পরিবারের পক্ষে এলাকাবাসী একটি মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তরা বলেন, থানায় মামলার পরেও পুলিশ এখনো সামিহাকে উদ্ধার করতে পারেনি।

মানববন্ধনে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সাথে উপস্থিত ছিলেন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সেক্রেটারি মতিউর রহমান মিজান, পুঠিয়া পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল জব্বার চান্দু, নাজমুল হোসেন মুক্তা, পুঠিয়া উপজেলা শাখার আহ্বায়ক জিয়া পরিষদের প্রমুখ।

মানববন্ধনে ছাত্রীর বাবা জানান, ‘আমার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে মেয়ে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। হৃদয় নামের এক যুবক এবং তার ক্যাডার বাহিনী মেয়েকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয়। প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে আমার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। রাজি না হওয়ায় তাকে অপহরণ করা হয়েছে। অপহরণ হওয়ার ৩০ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ মেয়েকে উদ্ধার করতে বা তার অবস্থান সঠিকভাবে জানাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘গত ২৭ অক্টোবর ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেছি। অথচ, থানা পুলিশ একজনকেও আটক করেনি। আসামিদের অবস্থান পুলিশকে জানালেও তারা গড়িমসি করে। গত ৩০ দিন যাবত মেয়ের কোনো সন্ধান নেই।’

মানববন্ধনে বক্তারা দ্রুত সামিহাকে উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন প্রতিনিধিকে জানান, অভিযুক্ত ৫ জন আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছে। জামিনের আসামিদের পুলিশ আটক করতে পারে না। তবে ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
লক্ষ্মীপুর কারাগারে ১৮ বন্দির ভোট উৎসব
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫২:০০

এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদের বদলিতে বড় সুখবর
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪০:৪৬






Follow Us