• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:৩১:৫৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

নাটোরে বিএনপি প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৪:৪১

নাটোরে বিএনপি প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, বিএনপি নেতা বহিষ্কার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নাটোর জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

Ad

২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় উপস্থিত হয়ে অশালীন, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রঞ্জিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একই সঙ্গে দলের সকল নেতাকর্মীকে রঞ্জিত কুমার সরকারের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি শনিবার বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন এলাকার কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় রঞ্জিত কুমার সরকার উপস্থিত থেকে নাটোর-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নাটোর-১ আসনের বিএনপির প্রার্থীকে নিয়ে অকথ্য, কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্য দেওয়ার ঘটনায় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



লক্ষ্মীপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
লক্ষ্মীপুরে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১০:৩৩

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ
টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার অভিযোগ
২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৩৮:১৫





রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
রংপুরে ইয়াবাসহ একজন গ্রেফতার ১
২৭ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৪২:০৬



Follow Us