সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে নীলফামারীতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন নীলফামারী ও ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর যৌথ উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবীর সরকার এবং জেলা তথ্য অফিসার বায়েজীদ হোসাইন। এছাড়া জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমাম প্রশিক্ষণ একাডেমি দিনাজপুরের ধর্মীয় প্রশিক্ষক মাওলানা সাব্বির আহমেদ। ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল জামিয়াতুল আরাবিয়া আল ইসলামিয়া মাদ্রাসা, সৈয়দপুরের মাওলানা মোহাম্মদ আবুল কালাম কাসেমী, নীলফামারী আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুছা এবং কেন্দ্রীয় বড় মসজিদ নীলফামারীর খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী।
পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ধর্মীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে সঠিক তথ্য প্রচারে ইমামদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।’
ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোস্তাফা মনসুর আলম খান বলেন, ‘ইসলাম শান্তি, ন্যায়বিচার ও নৈতিকতার শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে ভোটারদের সচেতন ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করা ইমামদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক স্তম্ভ। ভোটারদের সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণে ইমাম ও খতিবদের মসজিদকেন্দ্রিক সামাজিক প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপপরিচালক মোছাদ্দিকুল আলম। তিনি বলেন, ‘ইমাম ও খতিবগণ সমাজের নৈতিক দিকনির্দেশক হিসেবে গণভোট ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available