• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:২১:৫০ (03-Dec-2025)
  • - ৩৩° সে:

নীলফামারীর তিন উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা

৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:২৮

সংবাদ ছবি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দ্বিতীয় ধাপে আরও ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল।

Ad

সদর, সৈয়দপুর ও কিশোরীগঞ্জ উপজেলায় নতুন ইউএনও হিসেবে তিনটিতেই নারী ম্যাজিস্ট্রেট যোগদান করছেন। বাকি তিন উপজেলা ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলায়ও দ্রুত রদবদল করা হবে বলে জানা যায়।

Ad
Ad

১ ডিসেম্বর সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগ পাওয়া নারী ইউএনওরা হলেন, নীলফামারী সদর উপজেলায় মিজ মুবাশ্বিরা আমাতুল্লাহ, সৈয়দপুর উপজেলায় মিজ ফারাহ ফাতেহা তাকমিলা ও কিশোরীগঞ্জ উপজেলায় মিজ তানজিমা আঞ্জুম সোহানিয়া।

মুবাশ্বিরা আমাতুল্লাহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও তানজিমা আঞ্জুম সোহানিয়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন। ফারাহ ফাতেহা তাকমিলা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালেয়র সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা) ছিলেন।

এছাড়া নীলফামারী সদর উপজেলার ইউএনও সাইফুল ইসলামকে নোয়াখালী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দপুর উপজেলার ইউএনও নুর-ই-আলম সিদ্দিকীকে দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং কিশোরীগঞ্জ উপজেলার ইউএনও প্রীতম সাহাকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে পদায়ন করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন ইউএনওদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশাল বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগের ৮ জন এবং ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলায় তিনজন নিয়োগ পেয়েছেন।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এই শীতে ত্বক সুরক্ষিত রাখবেন কীভাবে
৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৪৫:০৪

সংবাদ ছবি
একনজরে আজকের খেলা
৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০৫:৪৫






Follow Us